ডেমিয়েন ফাউন্ডেশন জলছত্র যক্ষ্মা ও কুষ্ঠ হাসপাতালের পক্ষ হতে 24/02/2015 ইং রোজ মঙ্গল বার বিকাল 2.ঘটিকায় জনসতেনতা মুলক গান পরিবেশন করেন (folk song party) এর শিল্পীবৃন্দ। স্থানঃ 13 নং বাঁশতৈল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন সামনের ফাঁকা জায়গা।
উক্ত অনুষ্টানে যক্ষ্মা রোগ সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে(সরকারী খরচে) কফ পরীক্ষাসহ যক্ষ্মা রোগীদের বিনামূল্যে(সরকারী খরচে) চিকিৎসা প্রদানের বিষয়ে অবহিত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস