মাদ্রাসাটি মির্জাপুর উপজেলা থেকে ১৫ কি:মি: দুরত্ব ঢাকা এবং সখিপুর পাকা সড়ক সংলগ্ন বাঁশতৈল গ্রামে অবস্থিত। এতে একটি অফিস ঘর, ও ৩টি ক্লাস রুম সহ ১টি পাকা ভবন আছে। ছাত্র এবং ছাত্রীদের জন্য আরও ৩টি কাঁচা ঘর রয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্রের সু-ব্যবস্থা ও একটি খেলার মাঠ রয়েছে।
১৯৭৫ সনে বিশিষ্ট দানবীর জনাব হাজী ময়েজ উদ্দিন সাহেব মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
নিয়মিত কমিটি দ্বারা পরিচালিত, সদস্য সংখ্যা- ১১ জন, মেয়াদ: ২২/০৪/২০১০ইং হইতে ২১/০৪/২০১২ পর্যন্ত।
পরীক্ষার সন | পরীক্ষার্থী | পাশ | পশের হার | মন্তব্য |
২০০৭ | ১৩ | ৯ | ৬৯.২৩ |
|
২০০৮ | ১২ | ১১ | ৯১.৬৭ |
|
২০০৯ | ১৫ | ১৩ | ৮৬.৬৭ |
|
২০১০ | ২৮ | ২২ | ৭৮.৫৭ |
|
২০১১ | ২০ | ১৭ | ৮৫.০০ |
|
জে,ডি,সি পরীক্ষার ফলাফল
পরীক্ষার সন | পরীক্ষার্থী | পাশ | পশের হার | মন্তব্য |
২০১০ | ২৭ | ২৭ | ১০০% |
|
২০১১ | ৩০ | ২৮ | ৯৩.৩৩% |
|
উপবৃত্তি ৩৪ জন।
২০১১ সনে কেন্দ্রিয় পরীক্ষায় মির্জাপুর উপজেলায় ২য় স্থান অর্জন।
মাদ্রাসাটি ভবিষ্যতে আলীম খোলার পরিকল্পনা রয়েছে।
বাঁশতৈল হাজী ময়েজ উদ্দিন দাখিল মাদ্রাসা, উপজেলা- মির্জাপুর, টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস