টাংগাইল জেলার মির্জাপুর উপজেলাধীন উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়টি বৃহত্তম পাহাড়ী এলাকায় শিক্ষার প্রসার কল্পে ঢাকা-সখিপুর প্রধান সড়কের পাশে খুবই মনোরম পরিবেশে স্থাপিত হইয়াছে।
টাংগাইল জেলার মির্জাপুর উপজেলাধীন ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের গোড়াই- সখিপুর সড়কের পাশে এক মনোরম পরিবেশে বৃহত্তর পাহাড়ী এলাকায় নারী শিক্ষার প্রসার কল্পে গত ০১/০১/১৯৯৫ তারিখে উত্তর পেকুয়া জাগরণী বালিকা উচ্চ বিদ্যালটি গড়ে ওঠে। হত দরিদ্র মানুষের মধ্যে প্রতিষ্ঠানের জন্য একক ভাবে জমি দান করার মত কোন ব্যাক্তি না থাকায় একাধিক ব্যাক্তির সম্মিলিত দানের বিনিময়ে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। তাই বিদ্যালয় পরিচালনার জন্য প্রতি বার ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রতিষ্ঠাতা ভোটারদের মধ্য হইতে একজনকে প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে নির্বাচন করা হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ জালাল উদ্দিনের প্রচেষ্টায় গত ০১/০১/১৯৯৫ ইং তারিখে ইহা একাডেমিক স্কীকৃতি লাভ করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ আনিছুর রহমান মিয়ার প্রচেষ্টায় গত ০১/০১/১৯৯৮ ইং তারিখ হইতে প্রতিষ্ঠানটি নিন্ম মাধ্যমিক পর্যায়ে এম.পি ও ভুক্তি হয় এবং ০১/০১/১৯৯৯ ইং তারিখে নবম শ্রেণী (মানবিক শাখা) খোলার প্রাথমিক অনুমতি লাভ করে। বর্তমান কর্মরত প্রধান শিক্ষিকা শিরীন আক্তার গত ১৪/১০/১৯৯৯ ইং তারিখে যোগদানের পর তার অক্লান্ত প্রচেষ্টায় ০১/০১/২০০৬ ইং তারিখে কৃষিশিক্ষা শাখা খোলার অনুমতি, ০১/০১/২০১০ ইং তারিখে সহশিক্ষা (ছাত্র ভর্তি) চালু করার অনুমতি এবং ২০১১ সালে পৃথক গ্রন্থাগারের ব্যবস্থা করে সহকারী গ্রন্থাগারিক নিয়োগ করিয়াছেন।
১২ সদস্য বিশিষ্ট।
সভাপতির নামঃ জনাব মোঃ শামছুল আলম,
মোবাইল নং- ০১৭১৬-৬৬৬৯৩৪
ক) ২০০৭= ৩৩.৩৩%
খ) ২০০৮= ৮০%
গ) ২০০৯= ৪০%
ঘ) ২০১০= ৩৩.৩৩%
ঙ) ২০১১= ১০০%
বিজ্ঞান ও বানিজ্য শাখা খোলার অনুমিতসহ প্রথম অস্থায়ী স্বীকৃতির জন্য উদ্দোগ নেয়া হবে। এবং শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষে বিদ্যালয় কর্তৃক পক্ষের সহায়তায় উদ্যোগ নেয়া হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস