কাচাঁ পাকা ৬৬৬৮ বর্গফুট ভবন ৫ টি। প্রধান শিক্ষকের পৃথক কক্ষ ১টি, শিক্ষকদের কক্ষ ১টি, পাঠাগার ১টি, ছাত্রী কমন রুম ১টি, শ্রেণী কক্ষ ১৩টি, নতুন পুরাতন শৌচাগার ৪টি, টিউবয়েল ২টি, খেলার মাঠ ১টি, চতুর্পাশ্বে কাঠাল ও মেহগনী গাছ দ্বারা বেষ্টিত।
বিদ্যালয়টি ১৯৮৭ ইং সনে ১.৫০ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। ০১-০১-১৯৯০ ইং সন হইতে ৮ম শ্রেণী পর্যন্ত একাডেমিক স্বীকৃতি ও ০১-০১-১৯৯৪ ইং সন হইতে এম.পি.ও ভূক্তি হয়। ফ্যাসিলিটিস বিভাগ কতৃক ৯৪/৯৫ অর্থ বছরে তিন কক্ষ বিশিষ্ট পাকা ভবন নির্মিত হয়। ১৫/০৫/২০০০ ইং তারিখ হইতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এম.পি.ও ভূক্তি হওয়ার পর বর্তমান ১৫ জন শিক্ষক কর্মচারী লইয়া অত্যান্ত সুনামের সহিত পরিচালিত হইয়া আছিতেছে।
১২ সদস্য বিশিষ্ট।
সভাপতির নামঃ জনাব আলী আহম্মদ।
মোবাইল নং- ০১৭১০-৯২৭৪৩০
এস.এস.সি | জে.এস.সি |
১) ২০০৭= ৫০.৭৪% ২) ২০০৮= ৮০.৩৯% ৩) ২০০৯= ৫৮.১৩% ৪) ২০১০= ৯৩.১৮% ৫) ২০১১= ৭০.৭৭% | ১) ২০১০=৮৩.৩৪% ২) ২০১১=৮৫.৩৯%
|
তথ্য পাওয়া যায় নি।
তথ্য পাওয়া যায় নি।
জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় পাশের হার শতভাগ উন্নীত করা। একাদশ দ্বাদশ শ্রেণী খোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস