বিদ্যালয়টি ১৯৯৫ সালে এলাকার গরীব জন সাধারনের সার্বিক সহযোগিতায় স্থাপিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে- লেখা-পড়া, খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় বেশ সুনাম অর্জন করে চলছে।
বিদ্যালয়টি ২০০২ সালে পাঠ দানের অনুমতি লাভ করে এবং ২০০৩ সালে অস্থায়ী স্বীকৃতি, ২০০৪ সালে নিম্ন মাধ্যমিক হিসেবে এম.পি.ও ভুক্ত হয়ে ২০০৫ সালে নবম শ্রেণীর পাঠ দানের অনুমতি লাভের পর ২০০৭ সালে প্রথম এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং ২০০৮ সালে এস.এস.সি পরীক্ষায় শত ভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়। ২০০৮ সালে ২৬শে মার্চে স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ডিসপ্লে তৃতীয় স্থান অর্জন করে। এবং ২০১২ সালে সাড়া জাগানো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আব্দুল আজিজ (সভাপতি), শামচ্ছুজামান লেবু (কো-অপ্ট সদস্য ), সাইদুর রহমান (অভিভাবক সদস্য), ডাঃ আলরাজী (অভিভাবক সদস্য, মোঃ এছাক মিয়া (অভিভাবক সদস্য), মোঃ সুরুজ মিয়া (অভিভাবক সদস্য), মোঃ শফি সিকদার (দাতা সদস্য), লিপি রাণী (সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য), মোঃ আজহারুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি), মোতালেব হোসেন (শিক্ষক প্রতিনিধি), মোশাররফ হোসেন (সদস্য সচিব)।
২০১১ মোট পরীক্ষার্থী: ৩০ কৃতকার্য: ২৩ অকৃতকার্য: ০৭
২০১০ মোট পরীক্ষার্থী: ৩৩ কৃতকার্য: ২২ অকৃতকার্য: ১১
২০০৯ মোট পরীক্ষা: ১৯ কৃতকার্য: ১০, অকৃতকার্য: ০৯
২০০৮ মোট পরীক্ষা: ১৪ কৃতকার্য: ১৪, অকৃতকার্য: ০০
২০০৭ মোট পরীক্ষার্থী: ১২ কৃতকার্য: ০৯, অকৃতকার্য: ০৩
২০০৮ সালে এস.এস.সি পরীক্ষায় শতভাগ ফলাফল।
মান সম্পন্ন শিক্ষা দান। ছাত্র/ছাত্রী শতভাগ উপস্থিতি নিশ্চিত। এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জনের পরিকল্পনা।
গায়রাবেতীল উচ্চ বিদ্যালয়, ডাকঘর: বাঁশতৈল, উপজেলা: মির্জাপুর, জেলা: টাঙ্গাইল।
ই-মেইল: gairabetil_hs@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস